রায়গঞ্জে কাবিখা ও কাবিটা প্রকল্পে ব্যাপক দূর্নীতি

Spread the love

স.ম আব্দুস সাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে কাবিখা ও কাবিটা প্রকল্পের টুপড়ি-কোদাল ও শ্রমিক ছাড়া কাগজ-কলজে চলছে বলে অভিযোগ উঠেছে। চলতি ২০২১-২০২২ অর্থ বছরের রায়গঞ্জ উপজেলায় গ্রামীণ রাস্তা সংস্কার কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ৮৮ মে: টন চাল ও ৮৮ মে: টন গম বরাদ্দ দেয়। এমপি বিশেষ প্রকল্পের আওতায় রায়গঞ্জে মোট ২২টি প্রকল্প গ্রহণ করেন। প্রকল্পের বিপরীতে ৮ মে: টন করে চাল ও গম বরাদ্দ দেওয়া হয়। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানাযায়, আটঘড়িয়া খেয়াঘাট হতে কালিকাপুর নূরপাশার স্পাম পর্যন্ত রাস্তা মাটি ভরাট প্রকল্প গ্রহণ করেন। প্রকল্প সভাপতি সরাপ উদ্দিন প্রকল্পের কাজ না করেই ৪ কিস্তি মধ্যে ৩ কিস্তিতে ৬ মে: টন চাল উত্তোলণ করে সমূদয় অর্থ আত্মসাত করেছে। অপর দিকে মাটিকোড়া পাঁকা রাস্তার মাথা হইতে মাদ্রাসা পর্যন্ত রাস্তার পূনঃ নির্মাণ প্রকল্পের ৮ মে: টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কোন প্রকার কাজ না করেই প্রকল্প সভাপতি ৪ কিস্তি মধ্যে ৩ কিস্তিতে ৬ মে: টন গম উত্তোলণ করে সমূহদয় অর্থ আত্মসাত করেছে। এলাকাবাসি প্রকল্প দুটিতে বিভাগীয় তদন্ত দাবি করেছেন। এভাবে কাগজ-কলমে উন্নয়ন কর্মকান্ড চললে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ হবে শেখ হাসিনার উন্নত রাষ্ট্র গড়ার স্বপ্ন বেহেস্ত যাবে। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই প্রকল্প সভাপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD