গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরের পাম্পগুলোতে পাঁচদিন ধরে জ¦ালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ সুযোগে খুচরা বাজারে লিটার প্রতি ১০০ টাকা বা তারও বেশি চড়া দামে বিক্রি হচ্ছে। পাম্পে জ¦ালানি তেল নিতে এসে ফিরে যাচ্ছেন ক্রেতারা। ঈদের পরদিন থেকে প্রেট্রোল ও শুক্রবার থেকে অকটেনের মজুত শূণ্য হয়ে গেছে। এতে পরিবহণ সংশ্লিষ্টরা ভোগান্তির শিকার হচ্ছেন। চলনবিল ফিলিং ষ্টেশন, নূরে আলম ফিলিং ষ্টেশন ও রয়না ফিলিং ষ্টেশনে ঘুরে জ¦ালানি সংকটের একই চিত্র দেখা গেছে।
চলনবিল ফিলিং ষ্টেশনের মালিক মো. খবির উদ্দিন বলেন, মজুত শেষে নতুন করে সরবরাহ না পাওয়ায় এমন সংকট তৈরি হয়েছে। নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, পাম্প গুলোতে জ¦ালানি মজুত কম ছিল কিন্তু বিক্রি হয়েছে বেশি। তাই সাময়িক সমস্যা হয়েছে। ডিপোতে খোঁজ নিয়ে জানা গেছে, আজ (সোমবার) থেকে জ¦ালানি তেল পাওয়া যাবে।