রমজানের জন্য ভালোবাসা

Spread the love

আবদুর রাজ্জাক রাজু
আচ্ছা , কারো কি মনে মায়া আকর্ষণ
জাগে না রমজানের জন্য
যে এসেছিল মাগফেরাত নাজাত
ও রহমতের অপার সওগাত নিয়ে।
কারো মনে কী ভালোবাসার দাগ কাটে না
যে মাসে একটি নেক আমলের বিনিময়
সত্তর গুন বেশী নানা কারণে
যে মাসের ফজিলত অপরিসীম
এমন একটি বরকতময় ও পূণ্যময়
মাসের জন্য কী ভালোবাসার উদ্রেক হয় না ?
রমজানের জন্য কী মায়া জাগে না
মনের কোনে যখন ইফতার ,সাহরী
তারাবী ও কোরআনের আমল সাড়াটা
মাস জুরে আলোড়ন তুলে ও শীহরণ জাগায়
হৃদয়ের অতল গহবরে।
রোজার মাস কোরআন নাজিলের মাস
যে মাসে সেই মহিমান্বিত রজনী লুকায়িত
তাকে আবার ফিরে পাবে বলে ভরসা আছে কি ?
মানুষের চির মহা শত্রু এ মাসেই বন্দী থাকে
মানবের বিশুদ্ধ ও পরিশুদ্ধ হওয়ার এমন
নেয়ামত অবারিত সুযোগ আর কোন বিধানে আছে কি ?
যখন চলে যায় রমজান তখন এ বুকটা
হয় না কি খান খান মায়া মমতায়
তার জন্য বেদনা বিরহে হয় না কি বিহ্বল
বরং যদি সাড়াটা বছর ্এবং গোটা জীবনটাই
রমজান হতো তবে কি এতো কলুষিত হতো পারতো
মানব সমাজ আর পৃথিবী!

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD