নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে সগুনা ইউনিয়নের কুন্দইল বোর্ড অফিস থেকে বারুহাস ভায়া প্রতিরামপুর সড়কের কুন্দইল কাটা খালের ওপর নির্মিত সেতুর ব্লক তুলে মাটি ভরাটের খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর ব্লকগুলো বসিয়ে দিয়েছেন ভুক্তভোগী যুবক শিপন আলী। সে কুন্দইল গ্রামের আইয়ুব আলীর ছেলে।
সরজমিনে সোমবার সকালে দেখা যায়, শিপন আলীসহ কয়েকজন শ্রমিক সেতুটিতে ব্লক বসিয়ে তার ওপর মাটি মাটি ফেলছেন। শিপন আলী বলেন, আমি যৌথ পরিবারে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করি। এরই মধ্যে পুরো পরিবারের সদস্য বেড়েছে। এক বাড়ির মধ্যে সবার একসঙ্গে থাকা মুশকিল। এ কারণে কুন্দইল কাটা খালের ওপর নির্মিত সেতুর পাশের নিজের জায়গাতে মাটি ফেলে ভরাট করছি বসতঘর করার জন্য।
তিনি আরো বলেন, মাটি ফেলার সময় সেতুর গাইড স্লোপের কিছু ব্লক তুলেছিলাম। পরে সেগুলো সঠিক স্থানে যথাযথভাবে বসিয়ে তার ওপর মাটি ফেলা হয়েছে। ফলে বন্যার পানির ঢেউ লেগে সেতুর স্লোপ কোন কালেও ভেঙে যাওয়ার সম্ভাবনা রইলোনা। বরং চলনবিলের মধ্যেকার সেতুটির স্থায়িত্ব বেড়ে গেল।এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী ইফতেখার ছারোয়ার ধ্রুব বলেন, সেতুটির ঝুঁকি না থাকলে কোন অভিযোগও থাকবেনা।