গুরুদাসপুরে প্রেস ব্রিফিং

Spread the love

আবুল কালাম আজাদ।।

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে  তৃতীয় পর্যায়ে জমি ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে  প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ এপ্রিল রোববার দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত প্রেসব্রিফিং অনুষ্ঠানে  ইউএনও মোঃ তমাল হোসেন সাংবাদিকদের জানান- ‘’আশ্রায়নের অধিকার,শেখ হাসিনার উপহার’’ এই শ্লোগানের আলোকে গুরদাসপুর  উপজেলায় ৩য় পর্যায়ে ১০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।সাংবাদিকরা জানতে চাইলে  ইউএনও জানান- মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে  ১ম পর্যায়ে ৫০ টি ,২য় পর্যায়ে ১৩৫ টি পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়েছ । ৩য় পর্যায়ে ১০৯ টিসহ মোট ২৯৪ টি  ভূমিহীন ও গৃহহিন পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর  এই কার্যক্রমের সুবিধা পবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও আরো বলেন, শতভাগ অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতার সাথে নিয়ম মেনে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং হবে। কোথাও কোনধরনের অনিয়ন-দুর্নীতির তথ্য পেলে সরাসরি জানানোর জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে বলে আশ্বস দেন। কার্যক্রম মনিটরিং করার জন্য ৫ সদস্যের টিম কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যক্রমে কোন অনিয়ম – দুর্নীতিতে জীরো টলারেন্স দেখানো হবে।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ আলাল শেখ ও রোকসানা আকতার লিপি।

প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছলেন।

# আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪ ০৮৪৯৭৩ # ২৪/২/২২#

image.png
image.png

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD