ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
রোযা কাযা ও কাফফারা যে কারনে আদায় করতে হয় কেউ ইচ্ছামত পানাহার করলে,ঔষধ সেবন করলে, সিঙ্গা লাগালে,রোজা নষ্ট হয়েছে ধারণা করে পানাহার করলে এসব কারণে রোযা কাযা ও কাফ্ফারা উভয়েই আদায় করতে হবে।
রোজা কাফ্ফারা আদায় করার নিয়ম——
রোজার কাফ্ফারা তিন প্রকার আদায় করা যেতে পারে।
(১) বিরতিহীন দুই মাস রোজা রাখা,এরমধ্যে ৬০টি রোযা পূর্ণ হবার পূর্বে যদি একটি ভেঙে ফেলে তবে পুনরায় প্রথম হতে আরম্ভ করতে হবে,মেয়েলোকের কাফ্ফারা রোজার মধ্যে মাসিক হলে রোজা ভেঙ্গে ফেলতে হবে তারপর মাসিক হতে পবিত্র হওয়ার সাথে সাথে আরম্ভ করতে হবে, তবে প্রথম হতে আরম্ভ করতে হবে না।
(২) কাফ্ফারা রোজা রাখতে অক্ষম হলে একজন মিসকিনকে দুইবেলা করে ৬০দিন পরিতৃপ্তি সহকারে খানা খাইয়ে দেওয়া।
(৩) ১ম এবং দ্বিতীয় হুকুম পালন করতে অক্ষম হলে একজন ক্রীতদাসকে আজাদ করে দেওয়া।
বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম—–
(১) ঈদুল ফিতরের দিন (২) ঈদুল আযহার দিন (৩) জিলহজ মাসের ১১,১২,১৩, তারিখ,এই পাঁচ দিন রোজা রাখা হারাম।
যে কারণে রোযা নষ্ট হয় এবং শুধু কাযা করতে হয়—-
(১) অসাবধানতাবশত যেমন,ওযু করার সময় কণ্ঠনালীতে পানি প্রবেশ করলে।
(২) বলপূর্বক কেউ কিছু খাইয়ে দিলে।
(৩) পায়খানা বা প্রসাবের যেকোনো দ্বার দিয়ে পিচকারি করলে।
(৪) নাক দ্বারা পানি মস্তকে টেনে নিলে।
(৫) কানে ওষুধ বা তৈল প্রবেশ করালে।
(৬) পেটের কিংবা মস্তকের জখমে ওষুধ লাগালে যদি তা ভিতরে প্রবেশ করে।
(৭) মুখ ভরে বমি করলে।
(৮) রাত আছে অনুমান করে শুভ সুবহে সাদেকের পর সেহরি খেলে।
(৯) সূর্যাস্ত গিয়েছে অনুমান করে বেলা থাকতে ইফতার করলে।
(১০)ভুলক্রমে পানাহার করলে রোযা ভঙ্গ হয়েছে ধারণা করে ইফতার করে ফেললে।
(১১)নিদ্রিতাবস্থায় হলকুমে কিছু প্রবেশ করলে।
(১২) নিদ্রিত অবস্থায় মনের অজ্ঞাতসারে সঙ্গম করলে।
(১৩) সম্পন্ন রমজান মাসে একটি রোযাও নিয়ত না করলে।
যে কারণে রোজা মাকরূহ হয়—-
(১) কারো অগোচরে গীবত করলে (২) কোন জিনিসের স্বাদ গ্রহণ করলে (৩) কিছু মুখে দিয়ে চাবালে (৪) রোযা রেখেছে বলে একেবারে নীরব থাকবে (৫) বিনা প্রয়োজনে বারবার কুলি করলে (৬) বিনা প্রয়োজনে নাকে পানি দিলে (৭) মাজন দ্বারা দাঁত মাজলে (৮) পানিতে নেমে বায়ূ ছাড়লে (৯) ভিজা কাপড় শরীরে জড়িয়ে রাখলে (১০) সব সময় গালিগালাজ করলে (১১) মিথ্যা কথা বললে (১২) ইচ্ছা করে বমি করলে (১৩) বিনা বীর্ষ পতনেও কোন জীবের সাথে সঙ্গম করলে।
যে কারণে রোযা মাকরূহ হয়না—-(১) স্বপ্নদোষ হলে (২) ভুলে কিছু খেয়ে ফেললে (৩) বীর্য নির্গত হলে (৪) শরীরে তেল লাগালে (৫) ধুলাবালি গলার মধ্যে প্রবেশ করলে
|
|
|
|