বড়াইগ্রামে শেষ হলো  খাল খননের কাজ

Spread the love
সাঈদ মিদ্দিক.নাটোর থেকে
নাটোরের বড়াইগ্রামে মির্জা মাহমুদ খাল পুন খনন কাজ সম্পূর্ণ হয়েছে।ঢাকা-রাজশাহী মহাসড়কের কাঁছুটিয়া পুলিশ বক্স থেকে কাঁছুটিয়া,কুমুরুল হয়ে কামারদহ’র সীমানায় নন্দকূজা নদীতে গিয়ে মিশেছে খালটি। খালটি পুনঃখননের ফলে এ এলাকার মানুষের মাঝে কৌতুহল বিরাজ করছে। বর্ষা মৌসুমে এলাকার মানুষকে পাট নিয়ে অনেক হয়রানি হতে হয়। এ খাল খননের ফলে এখন থেকে তাদেরকে আর সে হয়রানি হতে হবে না। অনায়াসে হাতের নাগালে কৃষকরা পানি পাবে বলে যথেষ্ট আশাবাদি। ফলে পাটসহ অন্যন্য ফসলাদিতে আর পানি সঙ্কট ও পানি জমে থাকার সম্ভাবনা নেই।
খালটি খননের ফলে কামারদহ,কুমুরুল, রামাগাড়ি ও কাটাশকোল গ্রামের ২২টি বিলের প্রায় ৩০০-৫০০হেক্টর জমির পানি অনায়াসে নিষ্কাশিত হবে বলে জানালেন, বিএডিসি’র নাটোর রিজিয়ন নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন ও বিএডিসি’র বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী মোঃ জিয়াউল হক।
উল্লেখ্য গত মাসের ২৮ তারিখে স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’ স্থানীয় নেতৃবৃন্দে ও বিএডিসি’র কর্মকর্তাদের উপস্থিতিতে এ কাজের উদ্বোধন করা হয়েছিল।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD