রাশিদুল হাসান, রায়গঞ্জ সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন নিমগাছী কার্যালয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ ইং উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৬৭৯ নিমগাছী কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত সভাপতি পদে ভোট গ্রহন করা হয়। সভাপতি পদে ২ জন প্রতিদন্ধিতা করেন। তাহার হলেন মো: ছোরহাব আলী শেখ (উড়োজাহাজ মার্কা) ও মো: আ: রউফ (হাতি মার্কা) প্রতিদন্ধিতা করেন। এতে মোট ১৯৯ ভোট গ্রহন হয়েছে। এতে ১৩৭ ভোট পেয়ে সভাপতি পদে মো: ছোরহাব আলী শেখ (উড়োজাহাজ মার্কা) নির্বাচিত হয়েছে। তার নিটতম প্রতিদন্ধি মো: আ: রউফ (হাতি মার্কা) ৬২ ভোট পেয়ে পরাজিত হয়েছে। আর বিনা প্রতিদন্ধিতায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন মো: হাফিজুর রহমান। নির্বাচন শেষে ভোট গনণা করে আনুষ্ঠিক ভাবে ফলাফল ঘোষনা করেন নির্বাচন প্রধান দায়িত্বপাপ্ত নির্বাচন কর্মকর্তা অলোক কুমার সরকার, এসময় সহকারী দায়িত্বপাপ্ত নির্বাচন কর্মকর্তা মো: শাহাদত হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাখাড়া ইউনিয়ন আ:লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল রিপন, উপজেলা আ: লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন আ:লীগের সদস্য আব্দুর রউফ তালুকদার সহ অন্যরা।