বিশেষ প্রতিনিধিঃ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় কেয়ার বাংলাদেশের আর্থিক সহযোগীতায় আঞ্চলিক এনএডব্লিউজি ((ঘববফ অংংবংংসবহঃ ডড়ৎশরহম এৎড়ঁঢ়-ঘঅডএ) ফোকাল সংস্থা এস কে এস ফাউন্ডেশন, গাইবান্ধা “সুবর্ণা প্রকল্প” এর আওতাধীন স্থানীয় পর্যায়ে সিরাজগঞ্জ এবং পাবনা জেলার এনএডব্লিউজি – সদস্য সংস্থার সমন্বয়ে (এনডিপি,এমএমএস, সুক,দ্বীপসেতু,পি ডব্লিউডি, এনএসকেএফ, পরিবর্তন এবং রুডো) গত ১৬ মার্চ ২০২২ রোজ বুধবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার স্থান ছিল সুক, প্রধান কার্যালয়, মালসাপাড়া, সিরাজগঞ্জ এবং সভার সার্বিক আয়োজনে ছিলেন সুক- এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আনোয়ার হোসেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক,দ্বীপসেতু জনাব মোঃ জাহাঙ্গীর আলম রতন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুক- এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আনোয়ার হোসেন। সভায় নিজ নিজ সংস্থার পক্ষ থেকে মাঠ পর্যায়ের দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন এনডিপি’র পক্ষ থেকে উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান (পল),সুক- এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, পি ডব্লিউডি- র নির্বাহী পরিচালক হোসনে আরা জলি,পরিবর্তন –এর কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা, দ্বীপসেতু-র ফিল্ড কো-অর্ডিনেটর এস এম সহিদুল ইসলাম, এমএমএস’র পিসি-আইজিপি মোঃ আবুল হোসেন, রুডো’র ডিইডি খন্দকার লুৎফর রহমান, এনএসকেএফ’র হোসনে আরা পারভীন লাভলী এবং এস কে এস ফাউন্ডেশন, গাইবান্ধা “সুবর্ণা প্রকল্প”- এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ নজরূল ইসলাম।