চাটমোহর (পাবনা) প্রতিনিধি
ঢাকায় রিক এনজিওতে কর্মরত এক কর্মী পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিমপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ফকিরপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আশরাফুল ইসলাম।
নিহতের স্বজন সজিব জানায়, নিহত আশরাফুল রিক এনজিওতে চাকুরি করতেন, ঢাকা থেকে বৃহস্পতিবার সন্ধার দিকে মোটরসাইকেল যোগে রওনা হয়। রাত ১০ দিকে যমুনা সেতুর পশ্চিম পাশে চলন্ত গাড়িতে পেছন থেকে গাড়ী চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা পুলিশকে অবহিত করলেও তারা পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। তিন মাসে কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।