সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৬ গ্রাম হেরোইন এবং ২৯ পিচ ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, নগদ ৪৭ হাজার টাকাসহ ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে তারাশ থানার ঘরগ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে মোঃ হেলাল হোসেন (৫২), একই থানার গোয়ালগ্রামের মো: আব্দুল মজিদেও ছেলে মোঃ সোবাহান (২২)। র্যাব জানিয়েছে এ মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(গ)/৩৬(১) সারণীর ১০(ক)/৩৮ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
দৃষ্টি আকর্ষণ- কবে কখন অভিযান হয়েছে তা লিখতে হবে