চাটমোহরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

Spread the love

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহরে বৃহস্পতিবার র‌্যালী, আলোচনা সভার পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়। এরপর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। চাটমোহর ফায়ার সার্ভিসের সদস্যরা এই মহড়ায় অংশ নেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান, যুব উন্নয়ন অফিসার আঃ হালিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন অফিসার আলমগীর হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD