চাটমোাহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে বেশি লাভের আশায় বোতলজাত সয়াবিন তেল খুলে বিক্রি করা হচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলার মির্জাপুর, শরৎগঞ্জ, রেলবাজার হাটসহ পৌর এলাকার বিভিন্ন মহাজনী দোকানে ও ডিলাররা বিভিন্ন ব্যান্ডের বোতলজাত সয়াবিন তেল ড্রামে ঢেলে বিক্রি করছে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটার। যদিও সরকারি নির্ধারিত দামের চেয়ে তা বেশি। এই সয়াবিন তেলই খোলা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা লিটার। লিটার প্রতি ২০ টাকা অতিরিক্ত লাভের আশায় চাটমোহর পৌর এলাকার কয়েকজন ডিলার ও মহাজন এবং অন্যান্য হাট-বাজারের মহাজনরা বোতলজাত সয়াবিন খোলা বিক্রি করছেন। এভাবে বোতলজাত সয়াবিন তেলের সংকট সৃষ্টি করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ক’দিন ধরেই সংকট চলছে সয়াবিন তেলের। পাইকারী ও খুচরা বিক্রেতারা রমজান মাসকে সামনে রেখে সয়াবিন তেল মজুত করছে বলে একাধিক সূত্র জানায়। এদিকে শুধু সয়াবিন তেলই নয়, দাম বেড়েছে সব রকম ভোগ্যপণ্যেরও। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেন, বোতলজাত সয়াবিন খুলে বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।