গুরুদাসপুরে পালিত হলো বসন্ত উৎসব

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনের মাধ্যমে বরণ করা হয়েছে ঋতুরাজ বসন্তকে। এ উপলক্ষে গুরুদাসপুর উপজেলা স্মৃতিসৌধ চত্বরে বর্ণিল বসন্ত বরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। গত শুক্রবার বিকেল পাঁচটায় উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. তমাল হোসেন।
উৎসবের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তরুণ সংগীতশিল্পী মইনুল হোসেনের সঞ্চালনায় বসন্তের গান নিত্য ও প্রেমের কবিতায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। বাগাতিপাড়া উপজেলার তাথৈ নৃত্যকলা একাডেমির শিল্পীরা নাচের তালে মুগ্ধ করে তুলে সবাইকে। সঙ্গীত পরিবেশন করেন মন্দিরা কর্মকার, আনজাম হোসেন, ইউএনও তনয়া আগতা হোসেন, বাউল ফকির ইমান আলী এবং রাজশাহীর অতিথি শিল্পী সুজন চক্রবর্তী ও নুরুন্নাহার দোলন। হলুদ আর লালহলুদ মিশ্রিত সাজে সেজেছিলেন অনেকেই। গান ও নৃত্যে জমে ওঠে বসন্তবরণ উৎসব। বিশেষ করে বরুন দাসের তবলা, আলামিনের অক্টোপ্যাড ও আবু তাহেরের কিবোর্ডের বাজনার ঝংকার অনুষ্ঠানের সবাইকে মনমুগ্ধকর করে তুলে। ভালোবাসাকে চিরঞ্জীব করে রাখতেই যেন ইউএনও তমাল হোসেন গুরুদাসপুরে আয়োজন করেন বসন্তবরণ উৎসবের। এমন মধুর আয়োজনের ঘ্রাণ থাকবে অনেকদিন। অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD