মোঃ আনোয়ার হোসেন সাগর : গত (২৭/০৪/২০২১) ইং রোজ মঙ্গলবার বেলা ০৩.২০ ঘটিকার সময় তাড়াশ থানার ০৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া মজুমদার পাড়া জনৈক মোঃ হোসেন মোল্লা (৫০) পিতা মৃতঃ তোরাপ মোল্লা এর বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে যানা যায় তার বাড়ি হতে পাশের বাড়ি মোহাম্মদ আলী (৪০) পিতা আবু শামা এর বাড়িতেও লাগে। ফায়ার সার্ভিস আসার পূর্বে স্থানীয়রা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ১. হোসেন মোল্লার ০৪ টি টিনশেড ঘর, ঘরে থাকা আসবাবপত্র, নগদ ৯০ হাজার টাকা, একটি টিভি, একটি ফ্রিজ, এক মন চাল, এক ভরি সোনার গহনা, পরিধেয় বস্ত্র ও ঘরে থাকা সকল দ্রব্যাদি সম্পূর্ণরূপে পুরে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ ছয়লক্ষ টাকা ২. মোহাম্মদ আলীর একটি টিনশেড ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতির পরিমাণ একলক্ষ টাকা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com