মোঃ মুন্না হুসাইন : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক কলেজ ছাত্রী। প্রেমিক মারুফ স্থানীয় হাই স্কুলের শিক্ষক। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত শিক্ষকের সঙ্গে একই গ্রামের এক কলেজ ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসের একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ২৪ এপ্রিল গভীর রাতে ওই শিক্ষক কলেজ ছাত্রীর বাড়িতে গেলে প্রতিবেশিরা তাকে আটকে রাখে এবং তার বাবাকে খবর দেয়।এ ঘটনায় দুজনের বিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার বাবা ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। এ প্রতিশ্রুতি মোতাবেক বিয়ে না দেয়ায় শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে ওই কলেজ ছাত্রী এ অনশন শুরু করে।এ বিষয়ে কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলে এ ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন