গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
কৃষকের ধান দুর্যোগের আগেই ঘরে তোলার নিমিত্তে নাটোরের গুরুদাসপুরে ধানকাটা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, সাবান, লেবু, স্যালাইন, চিড়া, বিস্কুট ও খাবার পানি বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এসময় উপস্থিত শিশুদের মাঝেও শুকনো খাবার বিতরণ করেন তিনি।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বিলসা মাঠে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে এক হাজার কৃষকের মাঝে ওই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শ্রমিকদের জন্য পরিবহন ব্যবস্থা আছে। করোনা মোকাবেলায় তাদের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। এক কথায় খাদ্য সংকট মোকাবেলায় করোনা মহামারীতে কৃষকের পাশে আছে সরকার।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত