বিশেষ প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে হাত ধোয়ার বেসিনগুলো পানি ও সাবানের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার উদ্যোগে গত বছর করোনার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বেসিনগুলো স্থাপন করা হয়।
সরেজমিনে রবিবার সকালে দেখা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গেটে ও পৌরসভা কার্যালয়ের সামনে স্থাপনকৃত দুটি বেসিনেই পানি ও সাবান নাই। একইরকম অবস্থা তাড়াশ পৌর শহরের মডেল প্রেসক্লাব মোড়, বারোয়ারি বটতলা মোড়, বীর মুক্তিযোদ্ধা সংসদ মোড়, আলেপ মোড়, স্বাস্থ্য কমপ্লেক্স মোড়সহ গুরুত্বপূর্ণ ১০টি স্থানের প্লাষ্টিকের বেসিনগুলোর। পৌর শহরের বাসিন্দা লুৎফুল কবির লিমন, আব্দুল মজিদ ও আবু হাসেম বলেন, স্থানীয়রা এসব বেসিনে হাত ধুতেন। পাশাপাশি পৌর শহরের বাজার ও অফিসের কাজে এসে লোকজন হাত পরিস্কার করতেন। এখন বেসিনগুলোতে পানি ও সাবান না থাকায় ব্যবহার করা যাচ্ছেনা। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম বলেন, বেসিনগুলোয় পানি ও সাবান দিয়ে হাত ধোয়ার উপযোগী করা হবে।