তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের স্বপ্নে হানা পড়েছে। রবিবার সন্ধার কালবৈশাখী ঝড়ে তাদের বোরো ধান জমিতে লুটিয়ে পড়েছে। এ কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
কৃষক শাহালম, আজম আলী ও ফারুক হোসেন বলেন, ধানের শিষ বেড় হয়েছে মাত্র। এখনও শিষগুলোর দুধ থেকে চাল হয়নি। শিষ পরিপক্ক হওয়ার গুরুত্বপূর্ণ সময় ঝড়ো বাতাশে মিনিকেট জাতের সব ধান একেবারে লুটিয়ে পড়েছে। এই অবস্থায় অধিকাংশ ধানের শিষ চিটা হয়ে যাবে। তাছাড়া পড়ে থাকা ধানের নিচের অংশের শিষগুলো পানিতে ডুবে ও ভ্যাপসা গরমে পঁচে যাবে। এসব কারণে প্রতি বিঘা জমিতে নিশ্চিত চার থেকে পাঁচ মন ধান কম হবে।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানিয়েছেন, এ বছর বোরো মৌসুমে তিন হাজার হেক্টর জমিতে মিনিকেট জাতের ধানের আবাদ করা হয়েছে।
সরেজমিনে সোমবার সকালে দেখা যায়, উপজেলার আসানবাড়ি, বিনসাড়া, পেঙ্গুয়ারি ও কাজিপুর মৌজার বিস্তীর্ণ ফসলের মাঠের মিনিকেট জাতের ধান লুটিয়ে পড়েছে। কোন কোন জমির ৩৬ জাতের ধানও অনেকটা হেলে রয়েছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা দৈনিক ইত্তেফাককে বলেন, লুটিয়ে পড়া ধান পূনরায় কিছুটা সোজা হওয়ার সম্ভাবনা আছে। নয়তো ফলন বিপর্যয় হতে পারে। #