তাড়াশে পাড়া-মহল্লায় খোলা দোকানপাট 

Spread the love
মোঃ মুন্না হুসাইন : 
মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অষ্টম দিন আজ। প্রথম দিকে নিয়ন্ত্রিত চলাচল ও প্রশাসনের তদারকি থাকলেও  সময় যত বাড়ছে তত শিথিল হচ্ছে বিধিনিষেধ।  আজ বুধবার  বেশ কিছু এলাকায় তাড়াশের মহিষলুট
আর‍ৎ,খালকুলা,নওগাঁ,মান্নানগর,হামকুড়িয়াএমন পরিস্থিতি দেখা গেছে।  এসব এলাকায় চেকপোস্টে উদাসীন পুলিশ। কখনো দু’একটা ব্যাক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল চেক করলেও অধিকাংশ সময়ই তাদের তৎপরতা চোখে পড়ে নি।  তাড়াশের মহিষলুটি,মান্নান নগর,নওগাঁ,খালকুলা,হামকুড়িয়া, এলাকায় নামমাত্র লকডাউনও চোখে পড়েনি। এসব এলাকায় ফার্মেসি ও খাবারের দোকান ছাড়াও অনেক দোকানপাট খোলা রয়েছে। এছাড়া মানুষজন চলাফেরা করছে যে যার মতো; অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই অথবা সঠিকভাবে ব্যাবহার করছে না।  এছাড়া অন্যান্য দিনের মতে আজও ঢাকার প্রধান সড়কগুলোতে রয়েছে অটো ভ‍্যানের দাপট। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও উদাসীন দেখা যায় অনেক অটো চালকদের। কিছু চেকপোস্টে অটো গতিরোধ করলেও বাকি এলাকাগুলোতে চলছে বাঁধাহীন। 
বধবার সকালে তাড়াশের কয়েকটি কাঁচাবাজারে ঘুরে চোখ পড়ে উদাসীনতার স্বর্গরাজ্য। দর কষাকষিতে ক্রেতারা ভুলে গেছেন স্বাস্থ্যবিধি বা শারীরিক দুরত্বের কথা,  বেচা-বিক্রির জোয়ারে মাস্ক ব্যবহার করা বিক্রেতাদের কাছে যেন বাড়তি বোঝা। 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD