জয়নাল আবেদীন (জয়)
আঁকাইজানী , তাড়াশ, সিরাজগঞ্জ।
(সদ্য প্রয়াত ম.ম. আমজাদ হোসেন মিলন স্মরণে)
ডালে যদি পায়রা থাকে
ধরতে সবাই আশা রাখে
আমজাদ এমপি মারা গেল
এখন মোরা ধরবো কি ?
যুগে যুগে মানুষ জন্মে
সবাই কি মানুষ হয়রে
তাড়াশের সেরা মানুষ
আমজাদ এমপি’ক পাব কি ?
যে যাহাই বলুক না কেন
আমার মনের সেরা মানুষ
বার বার নির্বাচনে
আমজাদ এমপি হারে কি ?
তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গায়
হাজার লোকের লোকালয়
হাজার বর্ণের একটি বর্ণ
আমজাদ বর্ণের হবে কি ?
অবাঞ্চিত আশায় আসে
পলাশ ডাঙ্গার যুদ্ধ শেষে
রাঙা প্রভাত আনতে কেড়ে
আমজাদ ছাড়া সম্ভব কি ?
হিন্দু মুসলিম দু’টি জাতী
একই চোখে দেখার রীতি
ইহাই ছিল আমজাদ নীতি
এই নীতিতে কেউ দেখবে কি ?
তাড়াশ থানার ক্ষমতায়
অদ্বিতীয় সবাই কয়
ক্ষমতার অগ্রদুত
আমজাদ বিনে কেউ হবে কি ?
কুঞ্জবনের তাড়াশবাসি
দোওয়া মাঙবে আমজাদ লাগি
সাঁই যেন তাই হয় রাজী
কার্পণ্য কেউ করবে কি ?
১৯.০৪.২০২১