গোলাম মোস্তফা ও দীপক কুমার কর :
৬৪ সিরাজগঞ্জ-৩ আসন (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলনের (৭২) মৃত্যু হয়েছে। রবিবার বেলা সারে ১১ টার দিকে অসুস্থতাজনিত কারণে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। চলতি মাসের ১০ তারিখ থেকে ঐ হাসপাতালে তাকে আইসিইউ’তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জীবদ্দশায় বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন স্বাধীনতা যুদ্ধের পূর্বে ১৯৬৯ সালে তাড়াশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের পানিঘাটা ক্যাম্প (৭নং সেক্টরের অধীনে) প্রশিক্ষণ গ্রহণ করেন ও পলাশডঙ্গা যুব শিবিরে যোগদান করেন। একই সাথে ৬০০ জন মুক্তিযোদ্ধার সমন্বয়ে গঠিত ঐ ক্যাম্পে সহ-সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন।
স্বাধীনতাত্তোর কালে তাড়াশ উপজেলার ৪নং মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের দুই-দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীকালে সিরাজগঞ্জ জেলার ৯টি থানার সমবায়ীদের প্রত্যক্ষ ভোটে সিরাজগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই সুদীর্ঘ ১৮ বছর তাড়াশ থানা আওয়ামীলীগের পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৯০ সালে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে পুনরায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সেসময় রাজশাহী বিভাগীয় উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের একবার কৃষি বিষয়ক সম্পাদক, আরেকবার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একবার বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে ও তিনবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তাড়াশ উপজেলা কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য হয়েছে তার।
সর্বোপরি ২০১৪ সালে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসন (তাড়াশ-রায়গঞ্জ) এলাকার উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এ এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আবদুল আজিজসহ অনেকেই।