গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামে সীমানা নির্ধারণ না করেই সড়ক নির্মানের কাজ করায় প্রতিবেশি দুই পরিবারের ভিটেমাটি নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, চরপাড়া গ্রামের জুরান শেখের স্ত্রী জালিমুন ও তার ছেলে রফিকুল ইসলাম, বেলাল শেখের ছেলে শাহিন এবং অপরপক্ষের আয়নাল ও তার স্ত্রী জোসনা।
জানা যায়, ৬৭ লাখ টাকা ব্যয় বরাদ্দে বিয়াঘাট চরপাড়া থেকে বাবলাতোলা পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের কার্পেটিং রাস্তার নির্মান কাজ চলছিল। শুক্রবার রাত ৯টার দিকে ওই সড়কের সাইডে মাটি খনন কাজ চলছিল। এসময় দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও ঠিকাদার পারভেজ বাচ্চু সীমানা নির্ধারণ না করায় ওই প্রতিবেশি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফিকুল গুরুতর জখম হন।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, থানায় মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#