আব্দুস সালাম : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে এই কমিটি পাশ হলে তা “অসুস্থ কমিটি” হবে বলে আশঙ্কা প্রকাশ করে এ সম্পর্কে লিখিত আপত্তি দাখিল করেছেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক।
তিনি ১৩ মার্চ ২০২১ তারিখে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক বরাবর লিখিত অভিযোগপত্রে বলেছেন, বর্তমানে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। এই অবস্থার মধ্যে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী জেলা শাখায় কমিটি জমা দিয়েছেন। এমতাবস্থায় উক্ত কমিটি পাশ করা হলে তা অসুস্থ কমিটি হবে। আব্দুল হক লিখেছেন, তাদেরকে যথাযথ মর্যাদাপূর্ণ জায়গায় না রেখে তড়িঘড়ি করে কমিটি জমা দেয়া হয়েছে যা পক্ষপাতিত্বের শামিল।
তার অভিমত হল, দলের কাউন্সিলে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকবে, সে নিয়মানুযায়ী দলের কমিটির পদে ক্রমানুসারে স্থলাভিষিক্ত হবে। এটাই নিয়ম। কিন্তু দলের ত্যাগী নেতাকর্মীকে অপসারণ করে কারো সাথে পরামর্শ না করে একটি অসুস্থ কমিটি জেলা বরাবর দাখিল করা হয়েছে যা জনমনে প্রশ্নবিদ্ধ। ত্যাগী দলীয় নেতাকর্মীদের বাদ দেয়ায় এর তীব্র নিন্দা জানিয়ে আব্দুল হক উক্ত কমিটি পরিবর্তন করে তাড়াশের রাজনীতির স্বার্থে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে একটি সুস্থ এবং সর্বজন প্রশংসিত কমিটি অনুমোদনের জন্য তিনি জেলা কমিটির কাছে আবেদন জানিয়েছেন।