আবুল কালাম আজাদ
চৈত্রের রুক্ষ রুষ্ঠ উত্তপ্ত
করোজ্জল রৌদ্রে পোড়া ধুসর মাটি
গনগনে গড়মে গায়ের দরদরে
লোনা ঘামে একাকার কৃষক,
তপ্ত ঢেলের মাথায় উড়ছে-
ধিকি ধিকি আগুনের ফুলকি।
দাপিয়ে চলছ ফসলের মাঠ
হাঁপিয়ে উঠেছ রাখাল
তৃষনার্ত কাক খুঁজিছে আশ্রয়
ছু টছে এক ফোঁটা পানির খোঁজে
বৃদ্ধরা অসহ্য গড়মে করিছে হাঁসফাঁস।
বসন্তের হাওয়া যাচ্ছে হারিয়ে
বিদায় জানাচ্ছে ১৪২৭ বংগাব্দের দিনগুলিকে
অপেক্ষায়-
আগামি ১৪২৮ বঙ্গাব্দ বরনে
শুভ শুভেচ্ছা জানাতে।