স.ম আব্দুস : সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ইরি বোরো আবাদের ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে। এলাকা ঘুরে জানা যায়, উপজেলার ধামাইনগর, সোনাখাড়া, ধুবিল, ইউনিয়নের বেশ কিছু,চলতি ইরি বোরো আবাদের ধানের শীষ মরে সাদা হয়ে যাচ্ছে। রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শহিদুল ইসলাম ও ধামাইনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ অসীম উদ্দিন ও সোনাখাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান বৈরী আবহাওয়ার কারণে এই ব্লাস্ট রোগের সৃষ্টি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই বাস্ট রোগ থেকে ধান ক্ষেত বাঁচাতে হলে নাটিভো(রায়ার ক্রপ সায়েন্স)/ ট্রুপার(অটোক্রপ কেয়ার)/ ব্লাস্টিন/ ফিলিয়া নামক কীটনাশক প্রয়োগের জন্য আমরা কৃষদের পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ব্লাস্ট রোগ আক্রান্তের প্রথম দিকে যদি কৃষকেরা উপরোক্ত কীটনাশক গুলি নিয়ম অনুযায়ী ব্যবহার করে তাহলে এই ব্লাস্ট রোগ থেকে ধানক্ষেত রক্ষা করতে পারবে বলে মনে করি। রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত প্রায় শতাধিক একর জমি এই ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। বৈরী আবহাওয়া ও অতিরিক্ত ইট ভাটার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকার সচেতন মহল মনে করেন।