আবুল কালাম আজাদ- নাটোর জেলা প্রতিনিধি।।
শষ্যভান্ডারখ্যাত চলনবিলাঞ্চলের নাটোরের গুরুদাসপুর উপজেলায় ক’দিন বাদেই শুরু হবে বোরো ধান কাটা মৌসুম। কিন্তু প্রতিবছর এ মৌসুমে ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দেয়। করোনার প্রভাবে কৃষকদের কপালে বাড়তি চিন্তার ভাঁজ। সমস্যা সমাধানে চলতি বোরো মৌসুমে সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে গুরুদাসপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর ।
গুরুদাসপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানাগেছে, কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের পরিচালনা বাজেটের আওয়াতায় ২০২০-২০২১ অর্থবছর উন্নয়ন সহায়তার লক্ষ্যে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে তিনটি ইয়ানমার
কম্বাইন হারভেস্টার যন্ত্রগুলো বিতরণ করা হচ্ছে। এ যন্ত্র দিয়ে একইসাথে ধান-গম কাটা, মাড়াই,পরিস্কার ও বস্তাবন্দি করা যাবে।
প্রতিটির যন্ত্রের মুল্য ৩১ লক্ষ টাকা হলেও অর্ধেকমুল্যে কৃষকদের মাঝে বিতরন করা হচ্ছে। পরবর্তীতে সরকারী ভর্তুকিমুল্যে আরো তিনটি কম্বাইন হারভেস্টার প্রদান করা হবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের হাতে এসব কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, কৃষি কর্মকর্তা মো. হরুনর রশিদ,এসিআই টেরিটরি ম্যানেজার সুজন রহমান,টিএসও আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষক রনি মিয়া বলেন, ‘ ক’দিন বাদেই বোরো ধান কাটা শুরু হবে। শ্রমিক সংকটের কারনে তারা সময়মতো ধান ঘরে তুলতে পারেনা। সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন পেয়ে আশা করছি সঠিক সময়েই ধান ঘরে তুলতে পারব।’
# আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪ ০৮৪৯৭৩ , তারিখ-৮/৪/২১
|