গোলাম মোস্তফা
উপজেলার বারুহাস-রানীহাট আঞ্চলিক সড়ক। এ সড়কটি তাড়াশের সীমান্ত এলাকার প্রত্যন্ত বারুহাস গ্রাম থেকে দীঘুরিয়া, তালম, জনিন্তপুর ও খোশালপুর হয়ে রানীহাট গ্রামে শেষ হয়েছে। ১৫ কিলোমিটার এলজিইডি’র এ সড়কের ইউক্যালিপটাস গাছ কেটে সাবার করে চলেছেন কতিপয় স্থানীয় ব্যক্তিরা।
সরেজমিনে শুক্রবার সকালে দেখা যায়, সড়কের মাঝে-মাঝেই বিশেষ করে মাঝারি ও বড় আকৃতির ইউক্যালিপটাস গাছগুলো কটে নেওয়া হয়েছে। এসব কাটা গাছের গোড়া দেখে মনে হয়েছে কিছু গাছ অনেক আগেই কাটা হয়েছে। কিছু গাছ এক থেকে দুদিন আগে কেটে নেওয়া হয়েছে।
তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের নিজাম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তি তার বাড়ির সামনে থেকে এই সড়কের আঠার থেকে বিশটি গাছ কেটে নিয়েছেন। ঐসব গাছের গুল সড়কের একপাশে ও তার বাড়ির উঠানে জরো করে রেখেছেন। কিন্তু নিজাম উদ্দিনের দাবি, গাছগুলো তার বাড়ির উঠানের জায়গাতেই রোপন করা হয়েছিল তাই কেটেছেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছেন, একেতো সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকা। তারপর যথাযত নজরদারির অভাব। যে কারণে সরকারি সড়কের গাছগুলো অবাধে কেটে ফেলা হচ্ছে। এ প্রসঙ্গে এলজিইডির’র কমিউনিটি অর্গানাইজার মিজানুর রহমান বলেন, যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো এলজিইডির রোপন করা গাছ। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। #
