স্টাফ রিপোর্টার: বটগাছের শীতল ছায়ায় প্রাণ জুড়াবে পথচারী। এমন ভাবনা থেকেই তাড়াশ কাটাগাড়ি-দেওড়া গ্রামীণ সড়কের মাঝে একটি বটগাছ রোপণ করেছিলেন জীবন প্রামানিক। তিনি মারা গেছেন অনেকদিন আগেই। ঐ শতবর্ষী সরকারি গাছটি অনেকদিন ধরে পড়ে আছে সেই সড়কের পাশেই একটি পুকুরের মধ্যে।
এদিকে বিশাল আকৃতির বটগাছ পুকুরের মধ্যে পড়ে থাকার কারণে মাছচাষ করতে না পেরে আর্থিকভাবে ক্ষতির সম্মূখীন হচ্ছেন পুকুরের মালিক। জীবন প্রামানিকের ছেলে মৃত জগদীস প্রামানিকের বউ অনিতা রানী (৫৮) বলেন, তার শশুরের রোপণকৃত বটগাছের বয়স ১০০ বছরেরও বেশি হয়ে গেছে। গত বছরের বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়ে গাছটি পুকুরের মধ্যে পড়ে যায়। পুকুরের মালিক শ্রী অনীল কুমার বলেন, সরকারি রাস্তার গাছ তার পুকুরের মধ্যে পড়ে আছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এতদিনেও গাছটি অপসারণ করার কোন উদ্যোগ নেওয়া হয়নি। বটগাছের কারণে পুকুরে মাছচাষ করা বন্ধ রয়েছে।