আবদুর রাজ্জাক রাজু
“রমজান” কবে আসে থাকে সেই অপেক্ষায়
অসৎ ব্যবসায়ীরা আগে থেকেই দর বাড়ায়
একটু না লজ্জা পায়
হারাম মুনাফা খায়
নিত্য ভোগ্যপণ্য আর বাজার-ব্যবসায়।
* * * * *
ইসলাম – মুসলিম কেবল মুখে বলে তারা
রোজা এলে দাম বাড়িয়ে যত মজা মারা
এ সমাজের ব্যবসা
শুধু লোভ লালসা
রোজার মূল আমলে দেয় না তো সাড়া।
* * * * *
এ ভন্ডামী চলবে কতদিন ভাইরে
রমজানে দ্রব্য মূল্য নাগালের বাইরে
এ নয় মুসলিমের কাজ
তাদের অধপতন আজ
বিবেক-ধর্ম-নীতি বিসর্জন তাইরে।
* * * * *
রমজানে বাজারটাকে চড়া করে যারা
রমজানের মিত্র নয় শত্রু বটে তারা
এদের মুখোশ খুলে
দিতে হবে ছুঁড়ে ফেলে
বয়কট আর বর্জনে দিতে হবে তাড়া।