মোঃ মুন্না হুসাইন :সিরাজগঞ্জে লকডাউনে দোকানপাট খোলা রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ইএপ্রিল) সকালে শহরের এস এস রোডে সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ব্যবসায়ীরা বলেন, এমনিতে দীর্ঘ এক বছর ধরে করোনা মহামারির কারণে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মধ্যে আবার যদি দোকানপাট বন্ধ রাখা হয়, তাহলে চরম বিপর্যয়ে পড়বেন ব্যবসায়ীরা। তাই মঙ্গলবারের মধ্যে দোকানপাট খোলার অনুমতি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। সিরাজগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফেরদৌস রবিনসহ সমিতির অন্যান্য নেতারা। এ সময় পৌর নিউ মার্কেট দোকান মালিক সমিতি, হকার্স মার্কেট দোকান মালিক সমিতি, শহর দোকান কর্মচারী-শ্রমিক সমিতি, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে এসে শেষ হয়।