স.ম.আব্দুস সাত্তার,রায়গঞ্জ,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়ি ও জনবহুল এলাকায় করাতকল(ছমিল) স্থাপনের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গত ৬ ডিসেম্বর ২০২০ এবং ২০ জানুয়ারী ২০২১ইং তারিখে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের কয়েক মাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারনে করাতকলটির বিরুদ্দে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করেনি বলে অভিযোগ কারীরা জানান। অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে জানা যায় উপজেলা সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী ভূইয়ট গ্রামে করিতলা নামক স্থানে করাতকল স্থাপন করেন উপজেলার ধলজান গ্রামের মৃতঃ রমজান আলীর পুত্র মোঃ আলামিন। করাতকলটি স্থাপনের কারনে জনবহুল এলাকায় একদিকে পরিবেশ নষ্ট অন্যদিকে করাতকলের শদ্ব-দূষনে ছাত্র ছাত্রীদের লেখাপড়া ও পার্শ্বের বসতিরা বসবাস করতে পারছেনা। যেহেতু জনবহুল এবং পাকা রাস্তার পার্শ্বে করাতকলটি সমস্ত অভিযোগকে বৃদ্ধাংগুলি দেখিয়ে স্থাপন করেছেন। এখানে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে মর্মে স্থানীয় বাসিন্দা, ছানোয়ার হোসেন,আব্দুর রহিম,জীবন চন্দ্র শীল,রনি তালুকদার স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেছেন,জেলা প্রশাসক সিরাজগঞ্জ বিভাগীয় কমিশনার রাজশাহী, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রত্রিকায় সংবাদ প্রকাশের পরেও প্রশাসনের পক্ষথেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এ ব্যপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের কার্যালয়ে গনমাধ্যম কর্মীরা এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের ধরন বুঝে বিভাজন করছি গুরুত্ব বুঝে ব্যবস্থা গ্রহন করা হবে।