উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিন নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অগত শুক্রবার সকালে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের তোতা মিয়ার ছেলে। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, সকালে শিশু মোস্তাকিন বাড়ির উঠানে খেলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে শুরু করে।
এসময় বাড়ির পাশেই পুকুরে পরে শিশু মোস্তাকিন হাবুডুবু খাচ্ছে। তাৎক্ষনিক তাকে তুলে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। শিশুটির এমন অকাল মৃত্যুতে এলাকায় শেকে ছায়া নেমে এসেছে