আবুল কালাম আজাদ
অজানা এক পথে চলেছি আমি
জানিনা কি আছে সম্মুখ পানে,
হতে পারে বিপদসংকুল
হয়তোবা নিঃস্কন্টক
অথবা দু’টই।
তবে কি -পথ চলা বন্ধ হবে?
না কি, পথ চলবই?
আমি চাই- যতই বাধা আসুক
যতই কন্টকময় হোক সে পথ
যতই বিপদসংকুল হোকনা কেন
পথ চলবই,
এগিয়ে যাবই সম্মুখ পানে
উদ্দিস্ট লক্ষ্যে পৌঁছাবই
বিজয় আমার , হবেই হবে
এ আমার দৃঢ় বিশ্বাস।