ডাঃ আমজাদ হোসেন মিলন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত বৃহস্পতিবার নগরবাড়ী জাতীয় মহাসড়কের শ্যামলীপাড়া ও বোয়ালিয়ায় ২৫ দশমিক ৩০মিটার দীর্ঘ আলাদা দুটি ফুট ওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বেলা সাড়ে এগারোটায় শ্যামলীপাড়ায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ ভিত্তিপ্রস্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক ইদ্রিস আলী, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না প্রমুখ।
এর আগে বোয়ালিয়ায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ফুট ওভার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধিনে ফুট ওভার ব্রীজ দুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৭ লাখ টাকা। জাতীয় মহাসড়কের উল্লাপাড়ার শ্যামলীপাড়া ও বোয়ালিয়ায় ফুট ওভার ব্রীজ দুটি নির্মাণ বাস্তবায়নের মাধ্যমে পথচারীদের পারাপার সহজ হবে।