তাড়াশে ট্রাকের মাটিতে রাস্তা বিনষ্ট

Spread the love

স্টাফ রিপোর্টার: মাটি বহনের ট্রাকের মাটি পড়ে তাড়াশ সদরসহ উপজেলার প্রায় সর্বত্র বিশেষ করে পাকা সড়ক- রাস্তাগুলো বিনষ্ট হচ্ছে আর কাঁচা সড়কগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। চলতি শুকনো মওসুমে উপজেলার প্রায় সর্বত্র অসংখ্য পুকুর খননের মহাযজ্ঞ চলছে। ফসলী জমিতে অবাধে চলছে পুকুর খনন।ইট-ভাটাগুলোতেও চলছে একই মাটি বহনের উৎসব। ট্রাকে করে এসব পুকুরের মাটি যাচ্ছে তাড়াশ সদরসহ বিভিন্ন গ্রামে। এভাবে জমির মাটিতে ভরাট হচ্ছে অন্য জায়গার পুকুর-ডোবা। সাড়াদিন রাত মাটি বহনের ফলে ট্রাকের মাটি পড়ে তাড়াশ সদরসহ বিভিন্ন আঞ্চলিক পাকা সড়কগুলি নষ্ট-বিনষ্ট হয়ে চলেছে। রাস্তার উপরেই মাটি ফেলে স্তুপ করে রাখা হচ্ছে দিনের পর দিন। এতে যান ও জন চলাচল ব্যাহত এবং দুর্ঘটনা হচ্ছে। দেশে আইন ও সুশাসন থাকলে এক শ্রেণির মানুষ এই নৈরাজ্য করতে পারত না বলে পর্যবেক্ষক মহল মনে করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD