ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকার নাটোর রোডস্থ চেয়ারম্যান মার্কেটের মাসুদ রানার ব্যবসা প্রতিষ্ঠান যমুনা কর্পোরেশন থেকে থিয়োভিট ও রিডোমিল মোট ৬ প্যাকেট কীটনাশকের জব্দ করেছেন সিনজেনটা কোম্পানীর সলঙ্গা পরিবেশক। শনিবার দুপুরের দিকে এই কীটনাশক জব্দ করার পর স্থানীয়ভাবে বৈঠক বসে ওই ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে।
জান যায়,মাসুদ রানা সিনজেনটা কোম্পানীর কীটনাশকের বিক্রয়ের অনুমতি না পেয়েও অবাধে বিক্রি করে যাচ্ছে সিনজেনটার নানা কীটনাশক।সিনজেনটার সলঙ্গা বিক্রয় প্রতিনিধি আমিরুল ইসলাম জানান- অজ্ঞাতনামা এক ব্যাক্তি এই দোকানে নিয়মিত আমাদের কীটনাশক সাপ্লাই করে যাচ্ছিল। পরে আমরা খবর পেয়ে দোকানে গেলে তার সত্যতা মেলে। তার কাছে ক্রয়কৃত কীনাশকের রিসিভ দেখতে চাইলে তিনি দেখাতে অক্ষম হলে আমি সিনজেনটার সলঙ্গার পরিবেশক মোজাম্মেল হককে জানাই। তিনি মাসুদ রানার ব্যাবসায়ী প্রতিষ্ঠান থেকে কিটনাশক গুলো জব্দ করেন।এ বিষয়ে সিনজেন্টার পরিবেশক মোজাম্মেল হক জানান সিনজেনটা কীটনাশকের বিক্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত সে যেন বিক্রয় না করে আমরা তার অঙ্গীকারনামা নিয়েছি। এসময় স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে তাকে প্রথম বারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে