রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সিরাজগঞ্জে রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নবাসীর মধ্যে নতুন ভিজিডি কার্ডধারী গরীব অসহায়দের মাঝে ৬৯৯ বস্তা ভিজিডির চাল ২৩৩ জনের মাঝে বিতরণ করা হয়েছে। সেই সাথে নতুন বছরের জানুয়ারী, ফ্রেরুয়ারী ও মার্চ সহ তিন মাসে মোট ৯০ কেজি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল রিপন। বিতরনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম এবং ইউপি সচিব মেহেদী হাসান ইউপি সদস্যবৃন্দ।