ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ঢিলে ঢালা লকডাউন চলছে। লকডাউনে গনপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও মহাসড়কে গনপরিবহন চলতে দেখা গেছে। যানবাহনগুলোতে ঠাসাঠাসি করে যাত্রী বহন করা হচ্ছে। মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এচিত্র দেখা গেছে।
খাবার রেস্তোরা গুলোতে চলছে অবাধে বেচাকোনা। মানা হচ্ছেনা কোন স্বাস্থ্য বিধি। সিএনজি চালিত এবং ব্যাটারি চালিত অটোরিক্সা আগের মতোই চলাচল করতে দেখা গেছে। এগুলো নিয়ন্ত্রনে আইন শৃংখলা বাহিনীর কোন তৎপরতা দেখা যায়নি।হাটিকমুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী গনপরিবহন চলার কথা স্বীকার করে বলেন তুলনামুলকভাবে কম চলাচল করছে