সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের উদ্যোগে প্রথম প্রকাশিত “দুর্বার” এর মোড়ক উন্মোচন ও হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্বার এর মোড়ক উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, দুর্বার এর সম্পাদক আব্দুল মতিন, পাঠক ফোরামের সভাপতি রাজিবুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক আপাল প্রামাণিক, সাহিত্য পরিষদের সভাপতি প্রশান্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক, আজীবন সদস্য আরিফুল ইসলাম রানা প্রমুখ।