স্টাফ রিপোর্টার: তাড়াশ সদর গ্রামের সব ব্রীজ-কালভার্টের মুখ মাটি ভরাটের মাধ্যমে বন্ধ করে নির্বিচারে বসতবাড়ী, দোকানপাটসহ নানা স্থাপনা গড়ে তোলার প্রতিযোগীতা শুরু হয়েছে। এই অপতৎপড়তা চলছে বিগত কয়েক বছর যাবত। তাড়াশ গ্রামের বিভিন্ন স্থানে রাস্তার উপর অনেক আগে সরকারিভাবে নির্মিত এসব ব্রীজ-কালভার্টের নীচ দিয়ে যে খাল-নালা প্রবাহমান ছিল সেগুলিও ভরাট করে বসতি গড়ে তোলা হয়েছে। অনেক পুকুর-জলাশয়ও চলে যাচ্ছে ভরাটের কবলে। এতে করে জলাবদ্ধতা , জন চলাচল এবং পরিবেশের বারোটা বাজানো হয়েছে। এমনকি এক শ্রেণির ভূমিগ্রাসী মানুষ পেশি ও প্রভাবের জোড়ে অবৈধ দখল কায়েম করে বাড়ীঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে অথবা ব্যবসা-বাণিজ্য করে খাচ্ছে। সদরে অফিস আদালত ও আইন-প্রশাসনের সামনেই দখল-বেদখলের এই হিড়িক চলতে থাকলেও তা দেখার কেউ নেই। দেখেশুনে মনে হচ্ছে, সবাইকে সুকৌশলে ম্যানেজ করেই চলছে এই বেআইনী কাজ। মূলত ফসলী জমিতে পুকুর খননের মাটি বহন করে এনে সদরে এই ভরাটের উৎসব চলছে। এর ফলে পরিবেশ বিপর্যয় অনিবার্য। বর্তমান শুস্ক মওসুমের সুবাদে তা বেপড়োয়াভাবে বেড়ে গেলেও রহস্যজনক কারণে স্থানীয় নাগরিক সমাজ নিরব আর প্রশাসন সম্পূর্ণ উদাসিন কেন সেটাই সচেতন মহলের প্রশ্ন।