মোঃ মুন্না হুসাইন : নাটোরের গুরুদাসপুরে জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবলু সাকিদার (৭২) নামের এক বৃদ্ধকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাএি 9-30 সাড়ে নয়টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া এলাকায় এ হত্যাকান্ড ঘটে।
জানা যায়, পার্শ্ববর্তী নওপাড়া এলাকার কেফাতউল্লার ছেলে আনোয়ার ও আয়নালের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে বৃদ্ধ বাবলুর বুকে চা পাতি ও দ্যা সুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পুত্র লোকমান সোমবার সকালে থানায় বাদী হয়ে আনোয়ার ও আয়নালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাবলু ওই এলাকার মৃত দুদু সাকিদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নাই।