স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তনের আয়োজনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ইউনিয়ন ভিত্তিক অবহিতকরণ সভা গত ২৩ মার্চ ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে আতাউল হকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশীদ শামীম। প্রোগ্রাম সুপারভাইজার মো: মনিরুল ইসলামের উপস্থাপনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আ: সালাম।
অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন একে আতাউল হক। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বেলকুচি উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আইজ্যাক মূর্মূ। এসময় উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ধুকুরিয়াবেড়া ইউিনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশীদ শামীম বলেন, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামটি বাস্তবায়নে পরিবর্তন এনজিওকে সর্ব প্রকার সহযোগীতা করবো। তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি বা গোষ্ঠীর উন্নয়ন করা সম্ভব নয়। তাই এই প্রোগ্রামটি বাস্তবায়নে পরিবর্তন ও ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ একসাথে কাজ করবে।