চাটমোহর প্রতিনিধি:পাবনার চাটমোহরে শনিবার গুমানী নদী থেকে পলাশ হোসেন (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে বিভিন্ন স্থানে কাটার দাগ রয়েছে। নিহত যুবক রাজশাহী জেলার আড়ানী গ্রামের কোরবান মিয়ার ছেলে ও সমাজ মিয়াপাড়ার মতালেব আলীর জামাই। সে চাটমোহর সমাজ বাজারে একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছেন, নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজারের পাশে গুমানী নদীর ক্যানেল থেকে মৃতদেহ পড়ে রয়েছে এমন খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের মৃত হাফিজুর রহমান স্ত্রী রোজিনা খাতুনকে আটক করেছে। পুলিশ বলছেন, রোজিনা কলগার্ল হিসেবে পরিচিত। মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পলাশ হোসেনকে হত্যা করে লাশ মাটি চাপা দেয়। পরে লোকজন দেখে পুলিশকে জানালো লাশ উদ্ধার করে।এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোঃ মফিজুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েসহ মোটর সাইকেল চাটমোহর থানায় পাঠানো হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বললেন, মেয়েলি ঘটনায় পলাশকে হত্যা করা হয়েছে। তার শরীরে কাটার দাগ রয়েছে। আটক রোজিনাকে জিজ্ঞাসাবাদে কিছু ক্লু মিলেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় আনা হবে।