সাব্বির আহম্ম্দে : দৈনিক আমাদের সময় পত্রিকার নামে ফেসবুক পেজ খুলে সংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিয়োগ পাওয় গেছে।
প্রতারিত ব্যক্তি সিরাজগঞ্জ জেলাধীন উপজেলার জাহাঙ্গীরগাঁতী গ্রামের শহীদুল ইসলামের কলেজ পড়–য়া ছেলে শাহীন আলম। শাহীন আলমের অভিযোগ, ওই নামের ফেসবুক পেজে সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমি ম্যাজেঞ্জারে নক করি।ওই ম্যাসেনজার থেকে আমাকে ০১৯১৬৯৯৩৬৭৩ মোবাইল নম্বরে কল দিতে বলা হয়। আমি কল দিলে বলেন, আপনাকে আমাদের সময় পত্রিকার বিষেশ প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আপনি জীবন বৃত্তান্ত সহ এক হাজার সাত শত টাকা ০১৩০৫৬০০৮০৭ বিকাশ নম্বরে পাঠিয়ে দিন। আমি আমাদের সময় পত্রিকার লোগো এবং নাম দেখে বিশ্বাস করি এবং ১৭০০ টাকা পাঠিয়ে দেই। ঘন্টা দুই পর আমার কাছে ওই মোবাইল নম্বার থেকে ক্যামেরা কিনে দেওয়ার নামে আরো সাত হাজার টাকা দাবী করা হয়। এ সময় তাকে বিভিন্ন প্রশ্ন করলে তার কথায় অসংলগ্নতা বোঝা যায় । তার পরপরই ওই মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এতে আমি বুঝতে পারি আমি প্রতারণার শিকার সন্দেহ নেই। প্রতারিত শাহিন আলম আরো বলেন, সুনামধন্য একটি পত্রিকার নাম ভাঙ্গিয়ে এভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। তিনি এর প্রতিকার দাবী করেন।