তাড়াশ প্রতিনিধি: ঘরে বসে টিভিতে টম এন্ড জেরি কার্টুন দেখছিলো শিশু নূরে জান্নাত। এ বাড়ির পোষা বিড়ালটিও ঐ শিশুটির পাশে বসে ছিলো। এরই মধ্যে বিড়ালটি হয়তবা ভেবে নিয়েছে টিভির মধ্যে জেরি ইঁদুরটিকে ধরবে। সে দ্রুত গতিতে লাফিলে পড়ে টিভির উপরে। আর তাতে টিভির ট্রলিতে রাখা ৪২ ইঞ্চি এলইডি টিভি ঘরের মেঝেতে পড়ে স্কিন ভেঙে নষ্ট হয়ে যায়।
১০ বছর বয়সী শিশু নূরে জান্নাত জানায়, বেশিরভাগ সময় সে টিভিতে মটু পাতলু, অগি, বেন টেন, গোলমাল জুনিয়র ও টম এন্ড জেরি দেখে। তখনো টম এন্ড জেরিই দেখছিলো। বিড়ালটিও টিভির দিকেই তাকিয়ে ছিলো। টমের হাত থেকে রক্ষা পেতে জেরি যখন দৌড়াচ্ছিলো, ঠিক তখনই বিড়ালটি জেরিকে জীবন্ত ইঁদুর ভেবে টিভির উপর লাফিয়ে পড়ে টিভি ভেঙ্গে ফেলে। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পৌর শহরের আসানবাড়ি গ্রামের শুক্রবার সন্ধার এ ঘটনা। নূরে জান্নাত ঐ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।