বিশেষ প্রতিনিধি: আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাতীয় শিশু দিবস , ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ও ২৭-২৮ মার্চ বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উপনীত হওয়া উপলক্ষে ৪ দিনব্যাপী গৃহীত কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে ওই প্রস্ততি সভা সভার আলোচনায় অংশ নেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ-রায়গঞ্জ আসনের সাবেক সাংসদ ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু প্রমুখ। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মো: জামাল মিয়া, ওসি তদন্ত মো: হাবিবুল্লাহ , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলামসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ।