ভ্রাম্যমান প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মশার দাপট বেড়েছে। ক্ষুদ্র প্রাণি মশার জ্বালায় এখন অতিষ্ঠ এলাকাবাসি। বসতবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই দাপট বেড়েছে মশার।
সন্ধ্যা হলেই ঝাঁকে,ঝাঁকে মশা আক্রমণ শুরু করে দেয়। শুধু মানুষ নয়,মশার আক্রমণ থেকে রেহাই মিলছে না গবাদি পশুরও। মানুষ নিজেদের পাশাপাশি গবাদিপশুকে মশার কবল থেকে বাঁচাতে মশারি ও কয়েল ব্যবহার করছে। তারপরও রেহাই মিলছে না । মশার কামড়ে অসহায় হয়ে পড়েছে সবাই।উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, মশা নিয়ন্ত্রণে নিজ নিজ আঙিনা পরিস্কার রাখার পরামর্শ দিয়ে উপজেলা বাসির সহযোগিতা চেয়েছেন। তবে তাড়াশ পৌরসভায় এ ব্যাপারে কোন উদ্যোগ চোখে পড়েনি।