গোলাম মোস্তফা :
প্রতি বছরের ন্যায় এবারেও তাড়াশের চৌপাকিয়া শিবস্থানে যথাযথ ভক্তিভরে শিবরাত্রি ব্রত পালিত হয়েছে। চৌপাকিয়া শ্রী শ্রী শিব বিগ্রহ সেবক কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার চতুর্দশী তিথিতে এই ব্রত উদযাপিত হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলে সংকীর্তন।
সেবক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার কর সন্ধ্যায় শিবের মাথায় দুধ ও জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করার পর ঐ গ্রাম ও পাশ্ববর্তী কয়েকটি গ্রাম থেকে আগত কুলবধুরা শিব বিগ্রহের মাথায় দুধ জল ঢেলে, পূষ্পার্ঘ দিয়ে নিজ নিজ মনস্কামনা পুরণের প্রার্থনা জানান। পরে কমিটির সহ-সভাপতি পলাশ চন্দ্র শিংয়ের ব্যবস্থাপনায় কয়েক শত নারী-পুরুষ সংকীর্তনে অংশগ্রহণ করেন। শিবভক্তগণের আপ্যায়ন ও ব্রত পালনের সহযোগিতায় ছিলেন সেবক কমিটির সদস্য সাধনা রাণী শিং, শিকারী শিং, পরেশ কর্মকার, রণজিৎ শিং, সুদেব কর্মকার, বাবলু কুমার কর প্রমূখ।