স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তনের আয়োজনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ইউনিয়ন ভিত্তিক অবহিতকরণ সভা গত ১৪ মার্চ ২০২১ ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তন এর পরিচালক আবদুর রাজ্জাক রাজু’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক ভাষানী। প্রোগ্রাম সুপারভাইজার মো: আ: সালামের উপস্থাপনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আইএসএ সংগঠন সেভ দি কান্ট্রি এর ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে আতাউল হক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন পরিবর্তন এর পরিচালক আবদুর রাজ্জাক রাজু। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এ কে আতাউল হক। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: উজ্জল কবির, ইউপি সচিব মো: আবু শাহিন মোল্লা, পরিবর্তনের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আইজ্যাক মূর্র্মূ, প্রোগ্রাম সুপারভাইজার মো: নূরুল ইসলাম, মো: মনিরুল ইসলাম, মো: রবিউল আলম, মোছা: জুলেখা খাতুন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গাবাড়ী ইউিনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক ভাষানী বলেন, সরকারের এসডিজি লক্ষ্য পূরণে এই প্রকল্পটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতির বা গোষ্ঠীর উন্নয়ন করা সম্ভব নয়। ভাঙ্গাবাড়ী ইউনিয়নে সরকারের এই প্রকল্পটি বাস্তবায়ন করতে সহযোগী সংগঠন পরিবর্তনকে সব ধরনের সহযোগীতা করবেন বলেও তিনি আশ^াস দেন।